বরিশাল নগরীর চকবাজার এবায়দুল্লাহ জামে মসজিদে নামাজের সময় এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড় টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জোহরের নামাজ আদায় করতে সকল মুসল্লিরা যখন প্রস্তুত হচ্ছিল ঠিক সেই সময় ইমামের কক্ষের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক মুসুল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে।
এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
বরিশালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার রবিউল আলামিন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তিনটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তাদেরও ধারণা এসি থেকেই আগুনে সূত্রপাত ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।