সারাদেশে জেকে বসেছে শীত। মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে আকাশ। সারাদিনেও রোদের আলোর দেখা মেলেনি। কনকনে ঠান্ডায় কাপছে সাধারণ মানুষ। এমন সময় মানবতার ফেরিওয়ালা হয়ে শীতার্ত মানুষের পাশে দাড়ালেন জামালপুরের মেলান্দহ উপজেলার মানবকল্যাণ ফাউন্ডেশনের সংগঠনের সদস্যরা।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে মেলান্দহের কুলিয়া ইউনিয়নের চিনিতোলা পূর্ব পাড়ায় আইবুল্লাহ শেখের বাড়িতে অর্ধশত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্ববায়ক মো: আল মামুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্ববায়ক ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ঠাণ্ডা।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং কুলিয়া বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জর্জ কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম, জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ লিখন খন্দকার, চিনিতোলা পূর্ব পাড়া জামে মসজিদের সভাপতি আলহ্বাজ কুব্বাত আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক নাহিদ হাসান ও সদস্য সজীব হাসান।
এ সময় এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অর্ধশত অসহায় দুস্থদের মাঝে শীত শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনের নেতাকর্মীরা জানান, প্রচন্ড এই শীতে কষ্টে থাকা শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে আমাদের এ আয়োজন।
আমরা অর্ধশত অসহায় মানুষের হাতে কম্বল দিতে পেরেছি। শীতার্ত মানুষের পাশে দাড়াতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করি। এভাবেই যেন সব সময় গরীব অসহায় মানুষের পাশে দাড়াতে পারি সেজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করি।
সাকিব/মিরর