টাঙ্গাইলে জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের পশ্চিম জেলা কমিটির সভাপতি মো. এনামুল হক মঞ্জু সভাপতিত্ব করেন।
এসময় সংগঠনের মহাসচিব মো. শামীম হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ. রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাদপুরী, সাহিত্য ও সাংস্কৃতিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়েদ মোল্লা, টাঙ্গাইল পূর্ব জেলা কমিটির সভাপতি আ. আজিজ খান অটল, জেলা পূর্ব কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।’
আরো পড়ুন : জামালপুরে আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিসহ বিভিন্ন দিক তুলে ধরেন তারা।
এছাড়া আগামী জাতীয় নির্বাচনে দলের পক্ষ থেকে টাঙ্গাইলের ৮টি আসনে প্রার্থী দেবেন বলেও বক্তারা ঘোষণা দেন।