রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস ‘সাধারণ ছাত্র-জনতার কার্যালয়ের’ ব্যানার লাগানো হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এ ব্যানার দেখা যায়।
গত বুধবার (৭ আগস্ট) বিকেলে কয়েকজন এ ব্যানারটি লাগিয়েছে। তবে কাদের পক্ষ থেকে এ ব্যানার লাগানো হয়েছে তা নিশ্চিত করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একইদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ওইদিন বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।