জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজের আয়োজনে রবিবার (১১ নভেম্বর) সকালে কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ।
এ সময় উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব, মোহাম্মদ রেজাউল করিম এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক শাকের আহম্মদ চৌধুরী উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টেের উদ্ধোধনী খেলায় বাংলা বিভাগকে ৫-১ গোলে পরাজিত করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এছাড়া ৪-৩ গোলে ইংরেজি বিভাগ, ১-০ গোলে ব্যবস্থাপনা বিভাগ ও ২-০ গোলে হিসাববিজ্ঞান জয়লাভ করে।
প্রথম দিনের খেলায় আজ ৮ টি দল অংশ নেয়। নকআউট নিয়মে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিয়েছে। আগামী ১৭ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জানিয়েছে আয়োজক কমিটি। আয়োজিত এই টুর্নামেন্টে কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, খেলা পরিচালনা কমিটি ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।