কুষ্টিয়ার কুমারখালীতে ২২০ টাকা মূল্যের থিয়োভিট ২৬০ টাকা বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সড়কের পিটার মার্কেট এলাকায় আদালত পরিচালনা করা হয়।
আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল। আদালতকে সহযোগীতা করেন ইউএনও কার্যালয়ের কর্মচারী ও আনসার সদস্যরা।
আদালত সুত্রে জানা গেছে, একজন কৃষক অভিযোগ করেন উপজেলা সড়কের মেসার্স কৃষি বিতরণী নামের সাব ডিলারের দোকানে অতিরিক্ত মূল্যে সার ও কীটনাশক বিক্রি করছেন।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসময় ঐই কৃষকের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাব ডিলার ফারুক আল আজমকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল বলেন, অতিরিক্ত দামে কীটনাশক বিক্রির অপরাধে এক সাব ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আদায় করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত রয়েছে।