1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
মাঠে গড়াচ্ছে না আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ » দ্যা মিরর অব বাংলাদেশ
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ১০:৫০|

মাঠে গড়াচ্ছে না আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২১ বার সংবাদটি পড়া হয়েছে
MIRROR NEWS 4

চলতি বছরের সেপ্টেম্বরে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতবছর ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সেপ্টেম্বরে মাঠে গড়িয়েছিল।

 

তবে আর্জেন্টিনার চারজন খেলোয়াড় করোনা প্রটোকল ভঙ্গ করেছে এ অভিযোগ এনে ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই সে খেলা বন্ধ করে দেয় ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

এরপর এই ম্যাচ নিয়ে আদালতে পর্যন্ত যায় এই দুই দলের ফেডারেশন। তবে শেষ পর্যন্ত ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মধ্যে পারস্পরিক চুক্তিতে বাতিল হচ্ছে সুপার ক্লাসিকো খ্যাত ম্যাচটি।

 

গত জুন মাসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোর্টে আপিল করেছিল এই ম্যাচটি না খেলার জন্য। পাশাপাশি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক চিঠির মাধ্যমে ফিফাকে জানিয়েছে, তারা এই ম্যাচটি খেলতে চায় না।

 

স্পোর্টসস্টারের এক প্রতিবেদন বলা হয়েছে, ব্রাজিলিয়ান কনফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেস জানিয়েছেন, ‘ইনজুরির ঝুঁকি, সাসপেনশন এবং আর্জেন্টিনাদের বয়কটের কারণে আমরা এই ম্যাচটি খেলতে চাইনা।’

 

তবে ফিফা নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছিল দুই দলকে এই ম্যাচটি খেলার জন্য। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২২ সেপ্টেম্বরের মধ্যে বাতিল হওয়া ম্যাচটি আয়োজনের নির্দেশনা দিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)।

 

তবে শেষ পর্যন্ত আর মাঠে গড়াচ্ছে না আর্জেন্টিনা ও ব্রাজিলের মহারণ। এর আগে সিএএস দুই দলের আবেদন খারিজ করে দিয়েছিল আর দুই দলকেই ম্যাচটি খেলতে জোর করেছিল।

 

ফিফাও তখন সেটিই চেয়েছিল। ম্যাচটি না হলে বাছাইপর্ব পূর্ণতা পায় না এমনই দাবি ছিল সংস্থাটির। ইতোমধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে দেশ দুটি। এটি ছিল কেবল আনুষ্ঠানিকতার ম্যাচ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024