প্রথমবার বিপিএলে খেলতে এসেই নিজের জাত চেনালেন পাকিস্তানের কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খান। এবারের বিপিএলে তার ব্যাটেই হলো প্রথম সেঞ্চুরি।
খুলনা টাইগার্সের এ ব্যাটসম্যান মাত্র ৫৮ বলে ১০৯ রান করেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলারদের তুলোধুনো করে চার-ছক্কার বৃষ্টি নামান মিরপুর শের-ই-বাংলায়। ৯ চার ও ৮ ছক্কায় মাঠ মাতিয়ে রাখেন এ ব্যাটসম্যান। তার সেঞ্চুরিতে ভর করে খুলনা টাইগার্স ৫ উইকেটে ১৭৮ রান করেছে।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে খুলনা টাইগার্স। শুরু থেকেই স্ট্রাগল করে এগোতে থাকা খুলনা প্রথম ৪ ওভারে করে মোটে ১২ রান। এরপর আজম খান এসে চিত্রপট বদলে দেন। একাই করেছেন দলের সিংহভাগ রান। ব্যাট হাতে দাপট দেখিয়ে তুলে নেন সেঞ্চুরি।