বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। সংস্থাটির ভারপ্রাপ্ত সচিব মােঃ আফজাল উর রহমান রবিবার এসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ বার কাউন্সিলের এনরােলমেন্ট লিখিত পরীক্ষা আগামী ১৭ই সেপ্টেম্বর, ২০২২ইং তারিখ, রােজ শনিবার অনুষ্ঠিত হইবে।
বিগত ১৭-০৬-২০২২ইং তারিখে অনুষ্ঠিত এনরােলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ এবং বার কাউন্সিল বিধি ৬০এ(৩) অনুযায়ী অব্যবহিত পূর্বের এমসিকিউ পরীক্ষা তথা বিগত ২৮০২-২০২০ইং তারিখে অনুষ্ঠিত এনরােলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু তৎপরবর্তী লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীগণ, আসন্ন ১৭-০৯-২০২২ইং তারিখের এনরােলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করিতে পারিবেন।
প্রার্থীগণের জন্য অনলাইন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির বিষয়ে করণীয় সম্পর্কে ও পরিক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বার কাউন্সিলের ওয়েবসাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে। অনিবার্য যেকোনো পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে বলে বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে।
এছাড়া পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) হতে জানা যাবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা মোকাবেলা করতে হয় আইন শিক্ষানবিশদের। এ পরীক্ষায় উত্তীর্ণদেরই আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়।