ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনেই ৪ উইকেট হারাল বাংলাদেশ। ১৬ রানে পিছিয়ে থেকে লাঞ্চ বিরতিতে গেল টাইগাররা। লাঞ্চের একটু আগেই এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন মুশফিকুর রহিম। অক্ষরের ভেতরে ঢোকা বল পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটে খেলতে পারেননি, ছোবল দেয় প্যাডে।
আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন মুশিফক। কাজ হয়নি, বল আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে। বাংলাদেশ হারায় দ্বিতীয় রিভিউ।
৩৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭১। ক্রিজে জাকির হাসানের সঙ্গী লিটন দাস। জাকির অপরাজিত ৩৭ রানে।
এর আগে অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ড্রাইভ করেছিলেন সাকিব। বল একটু থেমে আসায় আর ব্যাটের উপরের দিকে লাগায় যেখানে পাঠাতে চেয়েছিলেন সেখানে যায়নি। এক্সট্রা-কাভারে সহজ ক্যাচ নেন শুবমান গিল। ভাঙে ৭১ বল স্থায়ী ২৫ রানের জুটি।
৩৬ বলে এক চারে ১৩ রান করেন সাকিব। ভারতকে আড়াইশ রানের আশেপাশের লিড দিতে চায় বাংলাদেশ। এর জন্য তৃতীয় দিন সকালে যে শুরু প্রয়োজন ছিল সেটা পায়নি স্বাগতিকরা। প্রথম দেড় ঘণ্টায় হারিয়েছে তিন উইকেট।
নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক ফিরে গেছেন প্রথম আধ ঘণ্টায়। পরের আধ ঘণ্টায় কোনো ক্ষতি হতে দেননি জাকির হাসান ও সাকিব আল হাসান। এরপর আর টিকতে পারলেন না সাকিব।