৮০ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিনের শেষটা সতর্কভাবে খেললেও দিনের শুরুটা সেভাবে পারছেন না বাংলাদেশি ব্যাটসম্যানরা।
একে একে দুই ব্যাটসম্যান নেই টাইগারদের। উদ্বোধনী জুটিতে যে পরিকল্পনা ছিল সেটি বাস্তবায়ন করতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান শান্ত। ফিরে গেলেন ৩১ বলে ৫ রান করেই। বাংলাদেশও উইকেট হারাল ১৩ রানেই।
ক্রিজে জাকিরের সঙ্গে যোগ দিয়ে ব্যর্থ মুমিনুল হকও। আগের ইনিংসে একাই লড়েছেন। তবে দ্বিতীয় ইনিংসে আর পারলেন না। সিরাজের শিকার হয়ে বিদায় নিলেন ৯ বলে ৫ রান করেই।
বাংলাদেশের স্কোর ২৬ রানে ২ উইকেট।