একদম শেষ পর্যায়ে আইপিএল থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথমে দল পেলেন লিটন কুমার দাস, এরপর সাকিব আল হাসান। দুজনকেই ভিত্তিমূল্যে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
লিটন আইপিএলে খেলবেন প্রথমবার। সাকিবের জন্য আইপিএল যেমন চেনা আঙিনা, কলকাতাও তেমন তার পুরনো ঠিকানা। এবার নিয়ে অষ্টম মৌসুম খেলবেন তিনি বলিউড মহাতারকা শাহরুখ খানের মালিকানাধীন দলে।
নিলামে লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি, সাকিবের ছিল দেড় কোটি। আর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই তাদেরকে পেয়ে যায় কলকাতা।
শুক্রবার কোচিতে বসেছে ইন্ডিয়ান্ন প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন। প্রাথমিকভাবে ৯৯১ জন ক্রিকেটার নিলামে নাম জমা দিলেও চূড়ান্ত করে ৪০৫ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার।
চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জন ক্যাপড ক্রিকেটার রয়েছেন। বাকি ২৯৬ জন আনক্যাপড। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ভারতেরই রয়েছে ২৭৩ জন ক্রিকেটার। আর বিদেশি ক্রিকেটার রয়েছে ১৩২ জন। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪ জন সহযোগী দেশের ক্রিকেটার।