ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট এখন যে অবস্থায় আছে, তাতে জয়টা প্রায় অসম্ভব। ইতিহাসও তাই বলে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের।
বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য ৫১৩ রানের। তারপরও যেটুকু আশা বেঁচে আছে, সেটা সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের জন্য। সাকিব ৪০ আর মিরাজ ৯ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।
৬ উইকেটে ২৭২ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে টাইগাররা। জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরও ২৪১ রান।
স্বীকৃত ব্যাটারদের শেষ জুটি সাকিব আল হাসান আর মেহেদী মিরাজ চট্টগ্রাম টেস্টে লড়াই টিকিয়ে রেখেছেন। এবার তাদের হাত ধরে জয়ের স্বপ্নও দেখছেন সমর্থকরা। সাকিব আর মিরাজ দুজনেরই এর আগে লড়াকু ইনিংস খেলার অতীত আছে।