‘ইস্টার সানডে’। খ্রীষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। রোববার সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় দিনটি উদযাপর করে খ্রীষ্টান সম্প্রদায়। বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়া গির্জায় গির্জায় ধর্মীয় আলোচনা সভা ও প্রার্থনার আয়োজন করা হয়।
রোববার (২০ এপ্রিল) পবিত্র ইস্টার সানডে উপলক্ষ্যে বিভিন্ন স্থানে প্রার্থনা, ধর্ম সভার মধ্যদিয়ে খ্রীষ্টান সম্প্রদায়ের এ পবিত্র ইস্টার সানডে যীশুর পুনরুত্থান দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভাঃ বিশপ জাকের আলী শুভ’র পরিচালনায় চিলড্রেন অফ লাইট চার্চে সকাল ৫:৩৮ থেকে ৭:০০টা পর্যন্ত আলোচনা সভা ও প্রার্থনার করা হয়।
এছাড়া কুষ্টিয়া শহরের চার্চ অব বাংলাদেশ চার্চ এ আলোচনা সভা ও প্রার্থনা ছাড়াও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত, এ ধর্মাবলম্বীদের মতে, ‘এ দিন খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রীষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডে’তে বিপথগামী ইহুদীরা তাঁকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল।
মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার দিন তিনি মৃত্যু থেকে জেগে উঠেছিলেন। মৃত্যুকে জয় করে যীশু আবারও মানুষের মাঝে ফিরে আসেন।’ খ্রীষ্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হলো, যীশুর ক্রুশে জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূল বাণী।
পুনরুত্থানের এই সংবাদ খ্রীষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেভাঃ বিশপ জাকের আলী শুভ ইস্টার সানডের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, অন্ধকার থেকে আলোর দিকে হোক আমাদের যাত্রা, পুনরুত্থানের আলোতে কাটুক আধাঁর সকলের।
এই উৎসব মানুষকে স্মরণ করিয়ে দেয় যীশু খ্রীষ্টের মৃত্যু ও পুনরুত্থানের মহান উপলক্ষ্য। মানবজাতির কল্যাণে যীশুর জীবন উৎসর্গ ও পুনরায় মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠার আদর্শে সব মানুষ মানবপ্রেমে উদ্বুদ্ধ হোক। ইস্টার সানডেতে এটাই আমাদের প্রত্যাশা।
আলোর মহোৎসব যীশুর পুনরুত্থান মহোৎসব উপলক্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান সবার প্রতি প্রীতিপূর্ণ শুভেচ্ছা। শুভ পুনরুত্থান, হ্যাপি ইস্টার। উপাসনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রীষ্ট ধর্মের অনুসারী ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।