বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ কিংবা লোড বৃদ্ধি বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
এমন পরিস্থিতিতে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে প্রতারক চক্র টাকা হাতিয়ে নিচ্ছে জানিয়ে সতর্ক করে দিয়েছে তিতাস গ্যাস।
তিতাস গ্যাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত মোতাবেক আবাসিক/বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ/লোড বৃদ্ধি বন্ধ রয়েছে। সম্প্রতি কিছু প্রতারক চক্র আবাসিক নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা বলে জনগনের নিকট হতে টাকা হাতিয়ে নিচ্ছে।
’
‘প্রতারক চক্র হতে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হলো। প্রয়োজনে অত্র কম্পানির সংশ্লিষ্ট দপ্তর প্রধানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।’