ফার্মেসি শিক্ষার উন্নয়ন, গবেষণার প্রসার এবং দেশ-বিদেশে কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে “আডভান্স ফার্মেসি ইন বাংলাদেশ আন্ড ইউএসএ: ক্যারিয়ার ইন রিসার্চ অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্ট” শীর্ষক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৬ই এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আয়োজনে এই সেমিনারের অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য ড. মো: রেজাউল করিম বলেন, “গবেষণা ও পেশাগত জীবনের উন্নয়নে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বাড়াতে এমন সেমিনার বড় ভূমিকা রাখে।” সেমিনারে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ইউএসএ’র অ্যাপালাচিয়ান কলেজ অব ফার্মেসি-এর সহকারী অধ্যাপক ড. এম. ফয়সাল হোসাইন। আরও বক্তব্য দেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড-এর মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান এবং এরিস্টোফার্মা লিমিটেড-এর এজিএম মো. তাসলিম আরিফ। এছাড়াও সেমিনারে বিভাগের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা অংশ নেন।