নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ করেছে ইউনাইটেড কলেজ অব এভিয়েশন। এ উপলক্ষে সোমবার ( ১৪ এপ্রিল) ১লা বৈশাখ প্রতিষ্ঠানের সেমিনার হলে আলচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগীতা ও ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান , ক্রীড়া প্রতিযোগীতা ও শিক্ষার্থীদের নিজেদের বানানো খাবারে ফুড ফেস্টিভাল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কলেজ অব এভিয়েশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।
এছাড়া প্রিন্সিপাল কমোডর (অব:) এম আনোয়ারুল হক, ব্রান্ড এম্বাসেডর তথ্য প্রযুক্তিবীদ এ,এইচ আলী সহ বিভিন্ন বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।