নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ বরণ করেছে কিশোরগঞ্জ জেলা উদীচী শিল্পী গোষ্ঠী। এ উপলক্ষে সোমবার সকালে একটি শোভাযাত্রা বের করে উদীচী। শোভাযাত্রাটি জেলা সিপিবি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শেষে সিপিবি কার্যালয়ের সামনে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান রুমী, মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আবুল হাসেম, মুক্তিযোদ্ধা নূরুল হক, জেলা উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা প্রমুখ।
আলোচনা শেষে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পরে সকলকে চিড়া. মুড়ি, দই, কলা ও গুড় দিয়ে আপ্যায়ন করানো হয়।