রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের উদ্যোগে ট্রাফিক ‘সড়ক নির্দেশক চিহ্ন’ স্থাপন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট সংলগ্ন রাস্তা ও রাজশাহী নগরীর অক্ট্রয়মোড়ে রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুলের নেতৃত্বে এ সিগনাল স্থাপন করা হয়।
এ বিষয়ে সরদার জহুরুল বলেন, ‘ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পরামর্শে আমরা এমন উদ্যোগ নিয়েছি। খোঁজ নিয়ে জানতে পারলাম, কাজলা ও অক্ট্রয়মোড়ে প্রায়ই দূর্ঘটনা হচ্ছে কিন্তু সেখানে কোনো ট্রাফিক নির্দেশনা চিহ্ন নেই।
মানবতার সেবায়, দেশের কল্যাণে ও মানুষের কল্যাণে ছাত্রদল কাজ করছে।’
বিষয়টিকে সাধুবাদ জানিয়ে রাজশাহী নগরীর এ্যাড. এনামুল হক নামের একজন বলেন, ছাত্রদলের এ কাজটি একটি মহৎ উদ্দ্যোগ। রাজনীতির সাথে জনহিতকর কাজ, এটি একটি প্রশংসনীয় উদ্দ্যোগ বলে মনে করি।
আজ কাজলায় ও অক্ট্রয়মোড়ে ছাত্রদল যে ফলকটা স্থাপন করলো, এতে অনেকেই দূর্ঘটনা থেকে মুক্তি পাবে। এই প্রশংসনীয় উদ্দ্যোগের অগ্রনায়ক, সরদার জহুরুল।
এসময় রাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শহীদ জিয়াউর রহমান হলের সভাপতি সরদার জহুরুল, রাবি ছাত্রদলের কর্মী ও রাজশাহী নগরীর প্রায় ২০ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।