৩০ বছর ধরে বনজঙ্গলে ঘুরে সাপ ধরা ও সাপ নিয়ে খেলা করা ছিল তার পেশা। সেই সাপের কামড়েই মারা গেলেন ঝিনাইদহের কালীগঞ্জের বেদেপল্লির সাপুড়ে রওশন আলী (৫০)। নিহত রওশন আলী কালীগঞ্জ পৌরসভার কাশিপুর বেদেপল্লির আজগার আলীর ছেলে।
জানা যায়, গত বুধবার রাতে পার্শ্ববর্তী চাঁচড়া মাঠে সাপ ধরতে গেলে একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। পরে স্বজনেরা তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর হাসপাতালে নিয়ে গেলে অবস্থায় মারা যান তিনি।
বেদেপল্লির সাপুড়ে হাকিম মিয়া জানান, সাপ ধরতে যাওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নেননি রওশন আলী। যে কারণে সাপে কামড়ালেও কোনো ব্যবস্থা নিতে পারেননি।
মনির উদ্দিন এক ব্যক্তি জানান, দীর্ঘ ৩০ বছর ধরে সাপ নিয়ে খেলা করেছেন এ সাপুড়ে। আজ সেই সাপের কামড়েই রওশন আলী মারা গেলেন। তিনি আরও জানান, তার বাবা আজগার আলীও একজন সাপুড়ে ছিলেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লোকমুখে জেনেছি, সাপের কামড়ে একজন সাপুড়ে মারা গেছেন।