কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। বুধবার সকালে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী-এর নেতৃত্বে সকাল ৯টায় উপজেলা শহরের মুক্তিযুদ্ধের শহীদের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে গণ করব প্রঙ্গনে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় ফ্যামিলি কেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার তপু কুমার বিশ্বাস, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগণস্টিক ও হাসপাতাল কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুরুজ বিশ্বাস, ল্যাব সহকারী শুভ শাহ্ , হেড অব ইনচার্জ আইসিটি মিজানুর রহমান, ব্লাড ডোর্নাস ক্লাবের প্রতিষ্ঠাতা সাগর শেখ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ব্লাড ডোনার্স ক্লাবের সহ সভাপতি ইয়া রাফি পলাশ, ডাক্তার সহকারী রাকিব সহ কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।