সিলেটের জকিগঞ্জে ইতিকাফ অবস্থায় জুনেদ আহমদ নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে উপজেলার গেচুয়া বড় মহল্লা মসজিদে এ স্কুলশিক্ষকের মৃত্যু হয়।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্কুলশিক্ষকের আত্মীয় আব্দুল্লাহ আল মামুন।
জুনেদ আহমদ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেচুয়া বড় মহল্লাহ বাসিন্দা ও গনিপুর-কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
ওই স্কুলশিক্ষকের আত্মীয় আব্দুল্লাহ আল মামুন বলেন, গত শুক্রবার ২০ রমজান থেকে ১০ দিনের জন্য ইতিকাফ শুরু করেছিলেন। রোববার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে জুনেদ আহমদের মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অঞ্চলজুড়ে সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।