ভারতে একটি চলন্ত ট্রেনের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ট্রেনের ভেতর এক ব্যক্তিকে অনবরত চড় মেরে যাচ্ছেন এক তরুণ। তবে ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।
শোনিকপুর নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ভিডিওতে ওই তরুণ যাত্রী চিৎকার করে অভিযোগ করেন, ওই ব্যক্তি তাকে জোর করে চুমু খেয়েছেন।