জামালপুরে মাদকের মামলায় মাদক সম্রাট খ্যাত যুবলীগ নেতা আজহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) সকালে মাদকের মামলায় তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে (৩ মার্চ) সোমবার দিবাগত রাত সাড়ে-১২টা দিকে উপজেলার লক্ষীর চর তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জামালপুরের বারুয়ামারী তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেপ্তার মাদক সম্রাট মো. আজাহার আলী লক্ষীরচর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। জানা যায়, লক্ষীরচরের দরগাতলাসহ সহ ওই ইউনিয়নজুড়ে সে মাদক সাম্রাজ্য গড়ে তুললেও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে সে ধরা ছোয়ার বাইরে ছিল। তার বিরুদ্ধ কেউ প্রতিবাদ করতে গেলে আজাহার আলী তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবাদ কারীকেই উল্টো মাদক ব্যবসায়ী সাজিয়ে দিত।
এ বিষয়ে জামালপুরের বারুয়ামারী তদন্ত কেন্দ্রের এএসআই মো. নুরুজ্জামান বলেন, ২০২২ সালে তার বিরুদ্ধে মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। সে মামলায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।