1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
প্রেমিকাকে ভ্যালেন্টাইন গিফট দিতে ছাগল চুরি করলেন প্রেমিক! » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৩:৪৫|

প্রেমিকাকে ভ্যালেন্টাইন গিফট দিতে ছাগল চুরি করলেন প্রেমিক!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬ বার সংবাদটি পড়া হয়েছে
ii
প্রতীকী ছবি

শুরু হয়েছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি। প্রেমিকরা তাদের প্রেমিকার মন জয় করার জন্য প্রতিনিয়ত নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একে অপরের জন্য বাড়তি কিছু করার চেষ্টা করেন যুগলরা। তবে এই দিনকে ঘিরে মাঝেমধ্যেই এমন কিছু ঘটে যা সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠে।

 

তেমনি এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বালুঘাটে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বালুরঘাট থানার অন্তর্গত বাদামাইল এলাকার একটি মাঠ থেকে একটি ছাগল চুরি করে কামারপাড়া হাটে বিক্রি করতে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়েছে।

 

খবরে বলা হয়েছে, চোর সন্দেহে যুবককে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। আর এই খবর পুলিশের মোবাইল থেকেই প্রেমিক তার প্রেমিকাকে জানায়। খবর পেয়েই বালুরঘাট থানাতে ছুটে আসে ওই প্রেমিকা।

 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে হিলি থানা এলাকার এক তরুণীর সঙ্গে বিহারের এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ওই যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে বিহারের বাড়িতে যায় তরুণী। বিহারের যাওয়ার পর তরুণী বুঝতে পারে স্বামী কিছু করেনা। এমনকি কোনো অর্থ উপার্জন করেন না। এমনটি বুঝতে পেয়ে ওই তরুণী বাবার বাড়িতে ফিরে আসে।

 

দুইজনের এই সম্পর্ক তরুণীর পরিবার মেনে নেয়নি। তবে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা লুকিয়ে ফোনে কথা বলত। সম্প্রতি ওই তরুণী তার প্রেমিকের কাছে সরস্বতী পূজাতে দেখা করার আবদার করে। প্রেমিকার আবদার মেটাতে বিহার থেকে ওই যুবক হিলি থানায় এলাকায় যায়।

 

প্রেমিকাকে উপহার কিনে দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে সরস্বতী পূজায় বিভিন্ন এলাকায় ঘুরেও বেরিয়েছে তারা। সেইসময়ে আসন্ন ভ্যালেন্টাইনস ডের দিনও বিশেষ উপহার দেবার প্রতিশ্রুতি প্রেমিকাকে দিয়ে ফেলে। তবে ততক্ষণে যা টাকা ছিল সব শেষ হয়ে যায় প্রেমিকের।

 

এরপর ওই যুবক গত কয়েকদিন ধরেই হিলির একটি ট্রাকের শ্রমিকদের সঙ্গে রাতে ঘুমোতেন। সেখানে ওই শ্রমিকদের খাবার খেয়েই দিন কাটাচ্ছিল। কিন্তু ভ্যালেন্টাইন দিনে গিফট দিতে হবে- এজন্য ছাগল চুরি করে সে।

 

ওই তরুণী বলেন, আমাদের সম্পর্ক বাড়ি থেকে মেনে নেয়নি বলে, ও আমার বাড়িতে ওঠেনি। সে আমাকে খুব ভালোবাসে, আমার জন্য পাগল। ওর কাছে যে পয়সা নেই, অথবা ও যে হোটেলে না থেকে রাস্তায় থাকছিল, তাও আমাকে জানায়নি। বরং ও আমাকে বলেছিল, আমি একটি কাজ পেয়ে গেছি, তাই এখন থেকে আমি হিলিতেই থাকবো। এখানেই ঘর ভাড়া করে থেকে সংসার পাতব।

 

কিন্তু সে ভ্যালেন্টাইন দিনে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি করে বিক্রির ঘটনা আমাকে জানায়নি। এখন আমি ওকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, এক যুবককে ছাগল চোর সন্দেহে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024