ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির দায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। শনিবার (২৫ জানুয়ারি) রাওয়ালপিন্ডির একটি আদালত এই রায় দিয়েছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, এই চারজন ইসলামিক ধর্মীয় ব্যক্তিত্ব এবং কুরআন সম্পর্কে কটূক্তি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। এই রায়ের পর তাদের আইনজীবী বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
দেশটির ব্লাসফেমি আইনের অধীনে, যে কেউ ইসলাম বা এর ধর্মীয় ব্যক্তিত্বদের অবমাননার জন্য দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড হতে পারে। কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ধরনের শাস্তি কার্যকর করেনি। এদিন বিচারক তারিক আইয়ুব ঘোষণা করেছেন যে ব্লাসফেমি, পবিত্র ব্যক্তিত্বের প্রতি অসম্মান, এবং কুরআনের অপবিত্রতা ক্ষমার অযোগ্য অপরাধ এবং নমনীয়তার কোন অবকাশ নেই।
মৃত্যুদণ্ডের পাশাপাশি, বিচারক তাদেরকে চার দশমিক ৬ মিলিয়ন রুপি (প্রায় সাড়ে ১৬ হাজার ডলার) জরিমানা করেছেন। তবে আসামীদের আইনজীবী মনজুর রহমানি আদালতের সিদ্ধান্ত এবং তদন্তকারী কর্তৃপক্ষের প্রমাণের অভাবের সমালোচনা করেছেন।
রহমানি বলেন, “এই ধরনের মামলায় উদ্ভূত সন্দেহ ও অনিশ্চয়তা আদালতগুলো উপেক্ষা করেছে। সম্ভবত ধর্মীয় প্রতিক্রিয়া এবং অভিযুক্ত ব্যক্তির খালাস হলে বিচারকের বিরুদ্ধে সম্ভাব্য জনতার সহিংসতা হতে পারে, এমন ভয় থেকেই এই রায় দেয়া হয়েছে। তবে রায়ের বিরুদ্ধে আমাদের আপিলের প্রস্তুতি নিচ্ছি এবং হাইকোর্টে যাব।”