1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. mamun.cou16@gmail.com : Mamun : Mamun
  4. m.sohag21st@gmail.com : Sohag Shah : Sohag Shah
  5. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  6. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
বিএসএফের ফাঁড়িতে চোরের কাণ্ড! » দ্যা মিরর অব বাংলাদেশ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৩:৪৮|

বিএসএফের ফাঁড়িতে চোরের কাণ্ড!

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৮ বার সংবাদটি পড়া হয়েছে
BSF
ভারতের সীমান্তবর্তী এলাকায় বিএসএফের সদস্যরা টহল দিচ্ছেন। ফাইল ছবি : এএফপি

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ফাঁড়ি থেকে পানির মোটর চুরির অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের রানিনগরের কাহারপাড়া সীমান্তের কালিমদ্দির ট্যাঁক এলাকার ঘটনা এটি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদন থেকে জানা যায়, চুরির ঘটনায় অভিযুক্তদের ধরতে তদন্ত শুরু করেছে বিএসএফ।

 

এলাকাবাসীকে ঘটনার ফুটেজ দেখিয়ে চোরকে শনাক্ত করার চেষ্টা করছে তারা। থানায়ও একটি অভিযোগ করা হয়েছে। দুষ্কৃতকারীরা গত শনিবার বিকেলে বিএসএফ ফাঁড়ি থেকে পানির মোটরটি চুরি করে। সেই ঘটনা বিএসএফের বসানো সিসি ক্যামেরায় ধরা পড়ে।

আর ওই ভিডিও ফুটেজ দেখিয়েই চোরের সন্ধানে নেমেছে বিএসএফ।সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই চোর পৃথক পৃথক সময় ওই এলাকায় পৌঁছন। তারপর পরিত্যক্ত ফাঁড়ির পেছনে গিয়ে পানির মোটর তুলে পালিয়ে যান তারা।

 

ফুটেজ দেখে পুলিশের প্রাথমিক অনুমান, চুরির জন্য আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন অভিযুক্তরা।

 

পুলিশ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি বলেছে, এক চোর আগে তার মোটরসাইকেল ফাঁড়ির কাছে রেখে সরে যান। পরে সেখানে সাইকেল নিয়ে হাজির হন আরেকজন। তিনি ভেতরে ঢুকে মোটরের সংযোগ বিচ্ছিন্ন করেন। তার পরই পৌঁছন সেই যুবক, যিনি মোটরসাইকেল রাখতে এসেছিলেন। তিনি মোটর খুলে রেখে বাইকে উঠে চলে যান।

পরে দ্বিতীয় ব্যক্তি ঘটনাস্থল থেকে মোটর তুলে পালিয়ে যান।

এ ছাড়া বিএসএফ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পানির মোটরটি গ্রিন টয়লেটে পানি সরবরাহ অব্যাহত রাখার জন্য ৯ জানুয়ারি লাগানো হয়েছিল। আর তার দুই দিন পর ১১ জানুয়ারি সেটি চুরি হয়। ঘটনার পর বিএসএফ তিন দিন ধরে এলাকার মানুষজনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। শেষ পর্যন্ত মঙ্গলবার মোটর চুরি নিয়ে থানায় অভিযোগ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024