আর্জেন্টিনার প্রথম একাদশে সর্বশেষ গ্রুপ পর্বে খেলেছেন আনহেল ডি মারিয়া। এরপর শেষ ষোলো আর কোয়ার্টার ফাইনাল পেরিয়ে শেষ চারে উঠে এসেছেন লিওনেল মেসিরা। এবার দি মারিয়া কি সেমিফাইনালে প্রথম থেকে খেলতে পারবেন?
আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস বলছে, ৩৪ বছর বয়সী এই উইঙ্গার রোববার দলের সঙ্গে অনুশীলন করেছেন। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। এ ক্ষেত্রে প্রতিপক্ষ বিবেচনায় স্কালোনির ফরমেশন কেমন হয়, সেটির বড় ভূমিকা থাকবে।
এখন পর্যন্ত তিনটি ফরমেশনে দলকে অনুশীলন করিয়েছেন স্কালোনি। দি মারিয়াকে শুরুর একাদশে না খেলানো হলে একটিতে লিসান্দ্রো মার্টিনেজ, আরেকটিতে লিয়ান্দ্রো পারেদেসকে রেখে ফরমেশন সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ। এ ছাড়া দুই হলুদ কার্ডের কারণে মার্কোস আকুনিয়া সাসপেন্ড হয়ে যাওয়ায় তার জায়গায় তালিয়াফিকোর খেলা নিশ্চিত।
স্কালোনির তিন ফরমেশন
টিম এক (৪-৩-৩):
এমিলিয়ানো, মলিনা, রোমেরো, ওতামেন্দি, তালিয়াফিকো, দি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেজ ও দি মারিয়া।
টিম দুই (৫-৩-২):
এমিলিয়ানো, মলিনা, রোমেরো, ওতামেন্দি, লিসান্দ্রো, তালিয়াফিকো, দি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার, মেসি ও আলভারেজ।
টিম তিন (৪-৪-২):
এমিলিয়ানো, মলিনা, রোমেরো, ওতামেন্দি, তালিয়াফিকো, দি পল, এনজো, পারেদেস, ম্যাক অ্যালিস্টার, মেসি ও আলভারেজ।
সুত্র: টিওয়াইসি স্পোর্টস