স্ত্রী ও দুই মেয়েসহ সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং ছাগলকাণ্ডে আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়েছে।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।,
তিনি জানান, মতিউর ও তার স্ত্রী শাম্মী আখতার শিবলীর বিরুদ্ধে দুটি এবং বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।,
মামলায় বেনজীরের ৯ কোটি ৪৪ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুই কোটি ৬২ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের কথা বলা হয়েছে। এছাড়া তার স্ত্রী জীশান মির্জা ৩১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপনের কথা বলা হয়েছে।,
আরো বলা হয়, বেনজীরের মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর ৮ কোটি ৭৫ লাখ টাকা সম্পদ অর্জন করেছেন। আরেক মেয়ে তাহসীন রাইসা বিনতে বেনজীর ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।,
এদিকে মতিউর রহমান ১ কোটি ২৭ লাখ টাকার তথ্য গোপনসহ ৫ কোটি ২৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।’
আরো বলা হয়, মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী ১ কোটি ৮৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ২ কোটি ৭৫ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।’