দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কেন্দ্রসহ সারাদেশে একযোগে শুরু হয়েছে।
শনিবার (৩০ জুলাই, ২০২২) উৎসবমুখর পরিবেশে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘এ’ ইউনিটে ৩ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রসহ রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ এবং উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান,
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ নুরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট মানবিক বিভাগের (বি ইউনিট) এবং ২০ আগস্ট বাণিজ্য বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষা সারাদেশে একই সময়ে অনুষ্ঠিত হবে।