জামালপুরের মেলান্দহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ জুলাই) সকাল ১১টা মির্জা আজম অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা প্রশাশনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম মিঞার সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, অফিসার ইনচার্জ, মেলান্দহ থানা এম এম ময়নুল ইসলাম,মেলান্দহ উপজেলা আ. লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, ডাঃ ইউনুস আলী , বিভিন্ন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন , উপজেলা আইন শৃংখলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে প্রাণবন্ত আলোচনা হয় এবং সকলেই সন্তোষ প্রকাশ করেন। আলোচনায় বক্তারা এলাকায় গরু চুরি , বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এলাকায় মাদক ও জুয়া মুক্ত করা সম্ভব মর্মে অভিমত ব্যক্ত করে মাদক ও জুয়া মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিদ্যুৎ ব্যবহারে সকলকেই সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রদান করেন এবং কোন গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ করেন। দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।