এছাড়া সহ-সভাপতি পদে আতিকুল মাহবুব সালাম ও শফি আহম্মেদ মিঠু, যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মন্ডল ও এসএম নুরুজ্জামান মেহবুব, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাকারিয়া সরকার ফেরদৌস, ম্যাগাজিন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস আব্দুল্লা-হীল বাকি লিপন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন-আশাবুদ জামান আশিব, নিউটন খন্দকার, মিন্টু কুমার সরকার, মোস্তফা শাকিল ও মৌসুমী আকতার।