ঢাকা কলেজের বাইরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টা ৫৬ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা যায়, মূল ক্যাম্পাস থেকে কেন্দ্রীয় মাঠের প্রবেশ মুখে ঝরাপাতা ও ডালপালায় আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, হল থেকে দেখি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পাশে আগুন জ্বলছে। এরপর সবাই হল থেকে বালতি-মগ নিয়ে আগুন নেভাতে যাওয়ার আগেই নিভে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ঢাকা কলেজে আগুন লাগার সংবাদ পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে স্থানীয়রা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে।কীভাবে আগুনের সূত্রপাত ঘটে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।