কাতার বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছে ব্রাজিল। ম্যাচের ১৩ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় তারা। একাদশে ফিরেই ব্রাজিলের হয়ে গোল করেন নেইমার।
ম্যাচের সপ্তম মিনিটে রাফিনিয়ার দুর্দান্ত পাস থেকে ফাঁকায় বল পেয়ে সহজেই বল জালে জড়ান ভিনিসিয়াস। ঠান্ডা মাথায় দারুণ ফিনিশিংয়ে দলকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি।
এরপর পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে নেন নেইমার। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়ছে সেলেসাওরা। ম্যাচের ২৯ মিনিটে দারুণ এক গোল করেন রিচার্লিসন। তার গোলে প্রথমার্ধে ব্রাজিল এগিয়ে ৩-০ গোলে।
এবার ম্যাচের ৩৬তম মিনিটে গোল করলেন পাকুয়েটা। ভিনিসিয়ুসের দারুণ পাসে গোল করেন পাকুয়েটা। ৪-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল।
ব্রাজিল একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, দানিলো, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
দক্ষিণ কোরিয়া একাদশ: কিম সিয়াং-গুই (গোলরক্ষক), মুন-হোন, কে-কোন, ইয়ং-গুন, জিন-সু, ও-ইয়ং, হোয়াং-হি-চান, লি-কাং-ইন, লি-জায়-সাং, সন হিউং-মিন, চু গুয়ে-সাং।