তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে মাত্র ১৮৭ রানের লক্ষ্য দেয় ভারত। টিম ইন্ডিয়ার দেয়া সহজ লক্ষ্য টপকাতে রীতিমতো ঘামঝরাতে হয় টাইগারদের।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এক সময় দোরুণ চাপে পড়ে স্বাগতিকরা। তবে মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
রোববার (৪ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৪১.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৮৬ রান করে ভারত। জবাবে ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। ৩৮ রানে অপরাজিত রয়েছেন মিরাজ ও ১০ রানে মোস্তাফিজ।
বিস্তারিত আসছে…