প্রথম বলে আবেদন হয়েছিল এলবিডব্লিউর, ব্যাটসম্যান ছিলেন মুশফিকুর রহিম, তাতে সাড়া দেননি আম্পায়ার মাইকেল গফ। শার্দুল ঠাকুরের করা ৩৫তম ওভারের শেষ বলে আবার আবেদন হলো, এবার ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। এবার আউট দিলেন গফ।
মাহমুদউল্লাহ রিভিউ নিয়েছিলেন। কিন্তু বল ক্লিপ করেছে লেগ স্টাম্প, ফলে হয়েছে আম্পায়ার্স কল। রিভিউ বাঁচলেও বাঁচেননি মাহমুদউল্লাহ। ৩৫ বলে ১৪ রান মাহমুদউল্লাহর।
ঠিক পরের বলেই ফিরেছেন মুশফিকুর রহিমও। সিরাজের বাড়তি বাউন্সের বলে ব্যাট লাগিয়েছিলেন মুশফিক, ব্যাটে লেগে বল আঘাত হেনেছে স্টাম্পে। ২ বলে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ! টাইগারদের স্কোর ৩৬ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান।
জিততে হলে বাংলাদেশের এখনো দরকার ৫৯ রান। বল হাতে আছে ৮৪টি।