চলমান কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে সুইজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে হট ফেবারিট ব্রাজিল। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল কিন্তু কখনই বিশ্বকাপের মঞ্চে সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি।
এখন পর্যন্ত দুইবারের দেখায় দুটি ম্যাচই ড্র হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার ম্যাচে এই ইতিহাস কি বদলাবে?
এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ব্রাজিল আর সুইজারল্যান্ড। গত রাশিয়া বিশ্বকাপে দুই দলের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। এর আগে ১৯৫০ বিশ্বকাপে দুই দলের প্রথম দেখার ম্যাচটি ড্র হয় ২-২ ব্যবধানে।
তাই আজ সোমবার দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বৈশ্বিক আসরে পরস্পরের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে আছে দুই দলই।
সব মিলিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় তাদের, দুটি জিতেছে সুইসরা। আর বাকি চারটি ড্র।