লুসাইল স্টেডিয়ামে বাঁচা-মরার লড়াইয়ে শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসির এটি ২১তম ম্যাচ, দেশটির হয়ে কারও সর্বোচ্চ। ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক মারাদোনাও বিশ্ব মঞ্চে খেলেছিলেন ২১ ম্যাচ।
গোলশূন্য প্রথমার্ধের পর ৬৪তম মিনিটে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন মেসি। এখানেও তিনি পাশে বসেন মারাদোনার। বিশ্বকাপে এই দুজনের গোলই এখন সমান ২১ ম্যাচে ৮টি করে। আর্জেন্টিনার হয়ে বিশ্ব মঞ্চে তাদের চেয়ে বেশি গোল আছে কেবল গাব্রিয়েল বাতিস্তুতার, ১০টি।
দেশের হয়ে এই নিয়ে টানা ৬ ম্যাচে জালের দেখা পেলেন মেসি। এর আগে ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্তও টানা ছয় ম্যাচে গোল করেছিলেন তিনি।