1. admin@dailymirrorofbangladesh.com : mirror :
  2. mstmomtazbegum32@gmail.com : MD Arman : MD Arman
  3. shiblyhasan1212@gmail.com : shibly hasan : shibly hasan
  4. mohiuddinahmadtanveer@gmail.com : Mohiuddin Ahmad Tanveer : Mohiuddin Ahmad Tanveer
আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’ - দ্যা মিরর অব বাংলাদেশ
৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ| ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৩:০৫|

আজ থেকে শাহজালাল বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার সংবাদটি পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর সামনের দেড় কিলোমিটার সড়ক আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে নীরব এলাকা হবে। এদিন থেকেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্যোগ বাস্তবায়নে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। পরিবহন চালকরা বলছেন, প্রচারণার পাশাপাশি দরকার সবার আন্তরিক সহযোগিতা।

 

তিলোত্তমা নগরী ঢাকার ব্যস্ততম গাজীপুর-মহাখালী সড়ক। সব সময় যানবাহনের চাপে সরব থাকে রাজধানীর এই প্রবেশদ্বার। এবার সড়কটিকে নীরব করার উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)।

 

বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় ১ অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লা মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাসটিকা ক্যাম্পাস পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করা হবে। নির্দেশনা বাস্তবায়নে ৭ দিন পরিচালিত হবে যৌথ মোবাইল কোর্ট।

 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সময় সংবাদকে বলেন, আমরা চাচ্ছি, হর্নমুক্ত পরিবেশ ঘোষণার মাধ্যমে গাড়ির চালকদেরকে সচেতনতার অন্তর্ভুক্ত করার। অভ্যাসগতভাবেই যেন হর্ন কম বাজানো হয়। এর মাধ্যমে পরিবশে দূষণটা কমে আসবে। সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এর আগেও নীরব এলাকা হিসেবে ঘোষণা দেয়া হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে। তবে বাস্তবে কার্যকর থাকে না বলে মত পরিবেশবিদদের।

 

নীরব এলাকা কার্যকরে দেড় কিলোমিটারে তিনটি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদফতর, বিমানবন্দর ও বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট টিম। লা মেরিডিয়ানের সামনে পরিবেশ অধিদফতর, বিমানবন্দরের সামনের গোলচত্বরে বেবিচক, স্কলাস্টিকা পয়েন্টে থাকবে বিআরটিএ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ..
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © THE MIRROR OF BANGLADESH 2024
x