কুমিল্লার মেঘনায় বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধনকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে জেলার মেঘনা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহীনের সমর্থকরা তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বিএনপি থেকে বহিষ্ককৃত সাবেক আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সমর্থকরা একইস্থানে তারাও মানববন্ধন করার চেষ্টা চালায়।
এ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বিএনপি নেতা আনিসসহ অন্তত ৫ জন আহত হয়।
মেঘনা থানার ওসি মো. আব্দুল জলিল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ঘিরে বিএনপির স্থানীয় দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৪-৫ জন আহত হয়েছে। তবে সকলেই আশঙ্কা মুক্ত। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।