কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলামের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছেন কুমারখালী প্রেসক্লাব। মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে কুমারখালী বাস টার্মিনাল সংলগ্ন খন্দকার মার্কেটের ২য় তলায় কুমারখালী প্রেসক্লাবের সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সহ সভাপতি মনোয়ার হোসেন, জাকের আলী শুভ, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, যুগ্ম সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক নয়ন শেখ, নির্বাহী সদস্য সামরুজ্জামান, শাহিন বিশ্বাস, আবু তালহা রাসেল, রফিক হোসেন,সদস্য মিজানুর রহমান, আরিফ হোসেন, মাহাবুব হোসেন, সবুজ হোসেনসহ প্রেসক্লাবের সদস্যগন উপস্থিত ছিলেন।
বিদায়কালে কুমারখালী থানার সদ্য বিদায়ী ওসি মো. আকিবুল ইসলাম বলেন, ১ বছর ৩ মাসের কর্মজীবনে তিনি কুমারখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সার্বিক চেষ্টা করেছেন।
সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা তিনি পেয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিউজের ক্ষেত্রে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন। দেশের ক্রান্তিকালে রাজনৈতিক নেতা সমাজসেবক ও সাংবাদিকদের সহায়তায় কুমারখালীবাসীকে নিরাপদ রেখেছেন বলে জানান। তার চাকরী জীবনে সব থেকে ভালো সময় কেটেছে কুমারখালীতে বলে উল্লেখ করেন তিনি।
সেসময় তিনি কুমারখালী প্রেসক্লাবের সাফল্য কামনা করেন।