পোল্যান্ডের বিপক্ষে একের পর এক আক্রমণ করছিল সৌদি আরব। তবে কাউন্টার অ্যাটাকে গোল দিয়ে দেয় পোল্যান্ড। এরপর পেনাল্টি পেয়েও সমতা ফেরাতে পারল না সৌদি।
ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি পায় সৌদি আরব। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সালেম আল দাওসারি। তার নেওয়া শট ডানদিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক সেজেসনি।
তার ফিরিয়ে দেওয়া বল সামনে পান মোহাম্মদ আল-বুরাইক। তিনি শট নেন। তার নেওয়া শট কর্নারের বিনিময়ে রুখে দেন পোল্যান্ডের গোলরক্ষক।
ডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ১-০ গোল ব্যবধানে পিছিয়ে থাকলেও রবার্ট লেভানদোভস্কির পোলিশদের চেয়েও বেশি ভালো খেলেছে সৌদিয়ানরা।
বল দখল থেকে শুরু করে আক্রমণ, গোলমুখে শট সবকিছুতেই এগিয়ে ছিল সৌদির ফুটবলাররা। এরপরও প্রথমার্ধে এগিয়ে থাকল পোল্যান্ডই।