কুষ্টিয়া খোকসাতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭’জুলাই) বেলা ৩ টার দিকে খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ পরিচালনা কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খাঁন।
ছবি: মিরর অফ বাংলাদেশ
এ সময় আরো উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌরসভার মেয়র মো: তারিকুল ইসলাম, খোকসা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা,খোকসা থানা অফিসার ইন চার্জ সৈয়দ আশিকুর রহমান,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হকসহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
খেলায় ছেলেদের দলের বিজয়ী হয় বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ও মেয়েদের দলে বিজয়ী হয় শিমুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
মিরর/আর এম