ঢাকা চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিন আজ। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্ম নেন শাকিব-অপুর পুত্র।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জয়ের জন্মদিন। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুভেচ্ছায় ভাসছে এই স্টারকিড। এদিকে অপু বিশ্বাস ছাড়াও শাকিব খানের আছে আরেক স্ত্রী।
অভিনেত্রী শবনম বুবলীর ঘরেও আছে শাকিবের আরেক সন্তান। শাকিবের দুই স্ত্রীর মধ্যে খারাপ সম্পর্ক থাকলেও জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আরেক সন্তান শেহজাদ খান বীর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বুবলীর পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।