কুষ্টিয়ার কুমারখালীতে ব্লাড ডোনেশন ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে বয়কট করা নিয়ে ব্লাড ডোনেশন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাগর শেখ’র বক্তব্য একান্তই তার ব্যাক্তিগত দাবী করে তার প্রতিবাদ জানিয়েছে ব্লাড ডোনেশন ক্লাব কুমারখালী।
২১ সেপ্টেম্বর ( রবিবার ) সংগঠনটির সভাপতি আসিফ রাহাতের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জাননো হয় ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ বৃহঃস্পতিবার, “কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম” এ “ব্লাড ডোনেশন ক্লাব” কুমারখালীর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আমাদের সাবেক সাধারণ সম্পাদক, “লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার” নিয়ে যে মন্তব্য করেন তা একান্তই তার ব্যাক্তিগত মতামত। এটা “ব্লাড ডোনেশন ক্লাব” কুমারখালীর কোন মতামত না। এরকম অনুষ্ঠানে এ ধরনের মতামত নিন্দনীয়।