গৃহবধূর দুই হাতের সাত আঙুল কেটে নিয়েছে তরকারিতে তেল বেশি দিয়েছে বলে। এ ঘটনায় তার স্বামী ও দেবরকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনাটি ঘটেছে নাটোরে।
বুধবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আহত গৃহবধূর নাম মুক্তি খাতুন (৩০)। আটক ব্যক্তিরা হলেন, স্বামী আব্দুল হাই (৪৫) ও তার ছোট ভাই রাব্বি মিয়া।
বুধবার (২৭ জুলাই) দুপুরে সিপিসি-২ নাটোর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানায় র্যাব-৫ উপ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
তিনি আরো জানান, নাটোর সদরের হরিশপুর চেয়ারম্যান পাড়া এলাকার আব্দুল হাই তরকারিতে তেল বেশি দেয়ায় গত ২৪ জুলাই দুপুরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্ত্রীর দুই হাতের সাতটি আঙুল কেটে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় ২৭ জুলাই মুক্তির ভাই বাদী হয়ে নাটোর সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বুধবার ভোর সাড়ে চারটার দিকে অভিযুক্ত আব্দুল হাই এবং তার ভাই রাব্বি মিয়াকে গ্রেপ্তার করেন তারা।
নাটোর/ মিরাজ