চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে দুই ভাই। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার জাফত নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ছমদ বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিবেশীসহ আরও ৬ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলো— আলমগীর (৪০) ও তার ভাই জাহাঙ্গীর (৩৫)।
এসব তথ্য নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান জিয়া উদ্দিন জানান, নিহত দুজনের বড় ভাই মোহাম্মদ করিম প্রবাসে থাকেন। মূলত বড় ভাইয়ের স্ত্রীর সাথে বিরোধ। এ নিয়ে পারিবারিক সালিশে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাদের ওপর হামলা করে দুই ভাই। পরে সংঘাতে ধারাল অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই ভাই।
দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এই পারিবারিক কলহ চলে আসছিল বলেও জানান এই ইউপি চেয়ারম্যান।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ঘটনাস্থলে যেতে পারেনি পুলিশ। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ নুরুল হুদা জানান, তারা ঘটনার পর সেখানে যাওয়ার চেষ্টা করছে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করেনি কেউ। তবে মামলা হলে জড়িতদের গ্রেপ্তার করা হবে।