ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই বড় ধরনের ধাক্কা খায় ইরান। ম্যাচের অষ্টম মিনিটেই মাথায় প্রচণ্ড আঘাত পেলেন গোলরক্ষক আলিরেহা বেইরানভান্ড। নিজ দলের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় মাথায় ঠুকে যায় তার।
এই প্রচণ্ড আঘাতের ধকল শেষ পর্যন্ত সইতে পারলেন না আলিরেজা। মাঠ ছেড়ে যেতে হয় তাকে। পরিবর্তে মাঠে নামেন হোসেইন।
এরপরই এলোমেলো ইরান। একের পর এক গোল খেয়ে বসল কুইরোজের শিষ্যরা। যার ফলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ইংল্যান্ড। ১০ মিনিটের ব্যবধানেই ৩ গোল করে ইংলিশরা।
মুহুর্মুহু আক্রমণের পর বেলিংহামের হেডে ইংল্যান্ডের গোল। শেষ কয়েক মিনিট মুহুর্মহু আক্রমণ করে ইংল্যান্ড। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। অবশেষে এটি এলো ৩৫ মিনিটে বেলিংহামের হেড থেকে। বাঁ দিক থেকে শর ক্রস থেকে ডি বক্সে থাকা বেলিংহাম লাফিয়ে উঠে দুর্দান্ত হেডে ইরানের জাল স্পর্শ করেন। ইংলিশ জার্সিতে বেলিংহামের এটি প্রথম গোল।
৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সাকা। ডি বক্সে বল পেয়ে দারুণ শটে গোল করেন। এর দুই মিনিট পরই আবারো গোল। তৃতীয় গোলটি করলেন স্টারলিং।