কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১০নং পান্টি ইউনিয়নের পান্টি গ্রামে বসবাসরত অসহায় স্বামী পরিত্যক্ত নারী মোছাঃ জরিনা খাতুন পেশাঃ দিনমুজুর।
স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করেন। কোন খোজখবর রাখেন না তাদের। একমাত্র ছেলেকে নিয়ে বসবাস করেন ভাঙ্গাচুরা একটি খুপরি ছাপড়া ঘরে । বৃষ্টি এলে সারাঘর বৃষ্টির পানিতে ভিজে যেত।
নতুন করে গৃহনির্মানের সামর্থ্য নেই তার। কিভাবে থাকবে কারন দিন আনে দিন খায়। এই বিষয়টি সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর নজরে আসায় মানবতা আর মানবিকতায় উজ্জল দৃষ্টান্ত স্থাপনে ১,১০,৫০০(একলক্ষ দশহাজার পাঁচশত) টাকা ব্যয়ে দুই রুম বিশিষ্ট বারান্দাসহ ডোয়া মেঝে পাকাকরণসহ গৃহনির্মাণ করে বুধবার( ২৭জুলাই ) উপকারভোগি পরিবারের নিকট দোয়া অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন:ওসি প্রদীপের ২৮ ও স্ত্রী চুমকির ২৯ বছর সশ্রম কারাদণ্ড
হস্তান্তর অনুষ্ঠানে সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরাম এর চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এর পরিচালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ মাসুদ মোল্লা, সাবেক সাধারন সম্পাদক, পান্টি ইউনিয়ন আওয়ামীলীগ।
বিশিষ্ট সমাজসেবক জনাব তোফাজ্জেল হোসেন বুলবুল। প্রকৌশলী মোঃ আবু সেলিম, হাফেজ মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মীর আকবর আলী, মোঃ মোহন আলী, বিশিষ্ট ব্যবসায়ি মাহবুবুর রহমান পালু, মোঃ রতন, রানা হোসাইন, দোলোয়ার হোসেন, নাজমুস সাদাত সুজন, মো কামরুজ্জামান রনি সহ স্থানীয় এলাকাবাসি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাহবুবুর রহমান।
এম/আর