পঞ্চগড়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরের পানিতে ডুবে ইদ্রিস আলী (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে।
মৃত ইদ্রিস আলী পঞ্চগড় কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে নবম শ্রেণিতে পড়ত। সে পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলেন, দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে যায় ইদ্রিস আলী। কিন্তু সাঁতার না পারার পুকুরের পানিতে ডুবে যায় সে। নিখোঁজের পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার ওই স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।